তখন রাত ৩ টার মত বাজে বোধয়। ঘুম আসছিলো না… ছটফট করছিলাম বিছানায়। মাঝখানে দুই মেয়ে ঘুমাচ্ছে, ওপাশ থেকে বউ জিজ্ঞেস করল, ‘কি হল?’। আমি আস্তে করে বললাম ‘ঘুম আসাছে না... তোমাকে হাগ দিতে ইচ্ছে করছে খুব’
বউ কি শুনল আল্লাহই জানে, উত্তর দিল, ‘তো বাথরুমে যাচ্ছ না কেন? যাও যাও’
আমি বললাম ‘থাক তাইলে’।
বউ ঘুমিয়ে গেল।
(এমন যদি হত আমি কথাটা ইংরেজিতে বলেছি ‘I want to হাগ U’ কিন্তু ও ভুলে শুনেছে ‘‘I want to হাগU’’... তাহলে একটা কথা ছিল। এত সুন্দর ভাবে বাংলায় বললাম্... আর সে কি বুঝল!
মানুষের কমনসেন্সও এত কম থাকতে পারে কি ভাবে? ধরলাম হ্যাঁ আমার আসলেই ‘ইয়ে’ ই এসেছে ... কিন্তু সেই বা কিভাবে ভেবে নিল যে আমি তার পারমিশন এর জন্য কুতাকুতি করছিলাম বিছানায়? এরকম বাধ্য জামাই পাওয়া কি আসলেই ভাগ্যের ব্যাপার না? এই পয়েন্টেই তো তার সাথে সাথে বলা উচিত ছিল যে ‘আহারে আচ্ছা যাও ইয়ে করতে যাওয়ার আগে আসো... একটা হাগ দেই’)
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
[NB: আরিফ ভাইয়ের ওয়েবসাইট (arifrhossain.com) ডাউন। আমি জানিনা উনার এই সাইটটা কে ম্যানেজ করে। এটা ডাউন রাখা উচিত হয়নি। উনার লেখাগুলা আমার কাছে অনেক ভাল লাগে। তাই ওয়েব আর্কাইভ থেকে লেখাগুলো কপি করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম লেখাগুলো পড়তে পারে। Wednesday, 07 November 2012]
