ইন্টারনেটের মাধ্যমে যে কোন উপায়ে মার্কেটিং যে বা যাহারা করে তাদেরকে ডিজিটাল মার্কেটার বলে।
কেউ যদি শুধুমাত্র একটি ফেসবুক পেইজ, প্রফাইল, গ্রুপ এর মাধ্যমে কোন কিছু প্রমোট,প্রচার,প্রসার করে তাকেই ডিজিটাল মার্কেটার বলে৷ এসইও, ইমেইল মার্কেটিং, সোসাল মিডমিডিয়া মার্কেটিং, ইউটিউবিং,ব্লগিং,আফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
এখন কথা কথা হলো একজন মার্কেটার সব বিষয় এক্সপার্ট নাও হতে পারে, কেউ শুধুমাত্র একটি পদ্ধতিতেই মার্কেটিং করতে পারে,সেও ডিজিটাল মার্কেটার, আবার কেউ অলরাউন্ডার।
ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটার, ইন্টারনেটের যুগে ইন্টারনেট মার্কেটার দের জানাই স্বাগতম। দিন যাচ্ছে যুগ ডিজিটাল হচ্ছে, সো ডিজিটাল মার্কেটারদের সুযোগ,সম্ভাবনা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে, চিন্তার কিছু নাই, শুধু নিজেকে আপডেট রাখলেই যথেস্ট। আর ডিজিটাল মার্কেটারদের কারো উপর নির্ভরশিল হতে হয় না, নিজেই নিজেই আয়ের উৎস তৈরি করকে পারে।
আপনি কি ডিজিটাল মার্কেটার? কমেন্ট করুন,নিজের পেশাকে গৌরবের সাথে প্রকাশ করুন।
আপনি কি ডিজিটাল মার্কেটার? কমেন্ট করুন,নিজের পেশাকে গৌরবের সাথে প্রকাশ করুন।
Tags
SEO
