ব্রায়ান ট্রেসির 'মার্কেটিং' বই

ব্রায়ান ট্রেসির "টাইম ম্যানেজমেন্ট" এবং "নেগোসিয়েশন" বইও অনেক জনপ্রিয় এবং কার্যকরী। তো এই "মার্কেটিং" বইয়ের সামারি আপনার সাথে শেয়ার করার জন্য এই পোষ্ট। এই বই পড়ে আমি যা শিখলাম-

১। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে।
২। আগামী পাঁচ বছর পর মার্কেটের অবস্থা কি হবে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে।
৩। পুরাতন জিনিসে অভ্যস্ত হওয়া যাবে না। প্রয়োজনে সকল পুরাতন বিষয় বাদ দিয়ে নতুন জিনিস শিখতে হবে অথবা গ্রহণ করতে হবে।
৪। নতুন কোন কোন উপায় পেলে কোনরকম দেরি না করে সেটার জন্য মুভ করতে হবে।
৫। সর্বদা মার্কেট ট্রেন্ড অনুযায়ী নিজেকে আপগ্রেড করতে হবে।
৬। " যারা ভবিষ্যতের প্ল্যান করবে না, তারা ভবিষ্যৎ পেতে পারে না"- স্ট্রাটেজিক প্লানার মাইকেল কেমি।
৭। " অতীতে যা অর্জন করেননি তা অর্জন করতে আপনাকে এমন কিছু করতে হবে যা অতীতে কখনো করেননি। আপনাকে এমন স্কিল উন্নয়ন করতে হবে যা আগে আপনার ছিল না। আপনাকে এমন পণ্য বা সেবা অফার করতে হবে যা এর আগে কখনো করেননি। আপনি আগে যেরকম ছিলেন তা থেকে একজন ভিন্ন ব্যক্তিতে পরিণত হতে হবে।"
৮। মনে রাখবেন, " যে টার্গেট দেখা যায় না সেই টার্গেটে আঘাত করা যায় না। যা পরিমাপ করা যায় তাই সম্পাদন করা যায়।" তাই নিজের উদ্দেশ্য পরিষ্কার এবং লিখিত হওয়া চাই।
৯। নেপোলিয়ন বলেন, " রক্ষণাত্মক ভাবে কোন যুদ্ধে জয় লাভ করা যায় না"। সফল হতে হলে আপনাকে সর্বদা এগ্রেসিভ "অবিরাম আক্রমণাত্মক" হতে হবে।
১০। আপনার কম্পিটিটরকে সম্মান করতে শিখুন। গভীরভাবে তাদের স্ট্রেটজি বোঝার চেষ্টা করুন, যদিও তাদের অবস্থান আপনার থেকে নিচে হয়।১১। কাস্টমারের কথা যে পরিমাণ ভাববেন, আপনি বিক্রয়ে সেই পরিমাণ সফল হবেন।
১২। " মানুষ ড্রিলি ক্রয় করে না, তারা কি নিয়ে কোয়ার্টার ইঞ্চি গর্ত।"
১৩। মানুষ ১০০% আবেগী। তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরে তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করে।"
এবার থেকে চেষ্টা করব ইনশাল্লাহ আমার পঠিত বই সমূহের সারাংশ আপনাদের সাথে শেয়ার করতে এবং গুগল শীটে সেভ করতে (কমেন্টে গুগল শীটের লিংক দিয়ে দিব)। এতে করে আমার পড়া বইটা আবার ঝালাই হবে আর ভবিষ্যতের জন্য যেন মুহুর্তেই রিভিসন দিতে পারি, সে ব্যবস্থাও হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম