বিয়ে করার পর আমার পক্ষ থেকে দোয়া

আজকে লিস্টের এক আপু ও দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল। আসুন আমরা সবাই মিলে তাদের জন্য মন খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। <3 আল্লাহ যেন তাদের সারাজীবন সুখে রাখেন। স্বামী-স্ত্রী ঝগড়া করে যেন একে অন্যের দিকে হাড়ি-পাতিল ছুড়ে না মারেন। স্বামীর মোবাইলে কোন মেয়ের কল আসলে যেন তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে না দেন। তাদের মনে একে অপরের প্রতি যেন সন্দেহ না জাগে। তারা প্রতিবছর যেন তাদের ঘরে ফুল ফুটিয়ে উম্মতে মুহাম্মদীর বংশ বিস্তারে সাহায্য করেন, ১/২ টা সন্তানের অপপ্রচারে তারা যেন বিভ্রান্ত না হয়, আল্লাহ যেন তাদের সেই ক্ষমতা ও তৌফিক দেন। আল্লাহ তুমি তাদের সংসারে সুখের আগুন লাগায়ে দাও। বিয়ের আগে যারা একসাথে বসে পূর্ণিমার চাঁদ দেখার বাসনা করেছিল, বিয়ের পরেও যেন তারা এক সাথে বসে পূর্ণিমার চাঁদ দেখতে পারে। ভরা জোৎস্নায় যারা একে অপরের হাত ধরে ফাকা মাঠে দূর দিগন্তে হাটতে চেয়েছিল, তাদের আশা যেন পূর্ণরুপে পূরণ হয়। ইয়া মাবুদ, বসন্ত কাল এসে গেছে। চারদিকে গাছে গাছে নতুন কুড়ি বের হচ্ছে। এই নতুন জীবনের শুরুতে তাদের মন কৃষ্ণচূড়ার মত লাল রঙ্গে রাঙ্গিয়ে দাও। স্বামী-স্ত্রী যতই ঝগড়া করুক, তবুও সেই শব্দগুলো যেন একে অপরের কানে কোকিলের সু-মধুর কুহু, কুহু ডাকের মত শোনায়। সারাদিন মারা-মারি শেষে রাতের বেলা যেন তারা এক জায়গায়, একই বিছানায় পাশা-পাশি থাকতে পারে, মাঝখানে কোল বালিশ যেন না থাকে। হে মহান ক্ষমতাবান, তারা যেন একে অন্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার চেয়ে ভালবাসা দিয়ে জয় করার চেষ্টা করে। শক্তির চেয়ে যেন তারা প্রেমে বিশ্বাসী হয়। শত বিপদেও যেন তারা পৃথক হওয়ার চেষ্টা না করে। শয়তান তাদের বন্ধনের মধ্যে যেন ফাটল ধরাতে না পারে। চাতক যেমন চাতকীর নীড়ে ফিরে আসার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে, তেমনি ভাবে স্ত্রীও যেন তার স্বামীর ফিরে আসার জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করে। অনুরুপ ভাবে স্বামীও যেন স্ত্রী জন্য টান ও মমতা অনুভব করে। তাদের মধ্যে সদ্য কৈশর পেরোনো উৎফুল্ল রাখালিয়ার প্রেমের ভাব সৃষ্টি করে দাও। বৃদ্ধকাল পর্যন্ত যেন তাদের মন মুক্ত আকাশে রঙ্গিন ঘুড়ির মত রঙ্গিন ভাবে উড়ে বেড়ায়। তাদের ভালবাসা যেন কখনো মলিন না হয়। হে দয়ার সাগর, একে অপরের মধ্যে লাইলী-মজনুর চেয়ে গভীর প্রেমের তেজ উৎপন্ন করে দাও। তারা একে অপরকে ছেড়ে বাইরে থাকলে যেন তাদের মধ্যে মনের মধ্যে একে অন্যের জন্য প্রচন্ড অভাব বোধ সৃষ্টি হয়। একে অন্যকে খুশী রাখতে যেন তারা সদা ব্যস্ত থাকে। মধ্য রাতে স্বামী যেন ভুলে না যায়, তার ঘুমন্ত সঙ্গিনীর কপালে, ওষ্ঠে গভীর ভালবাসার চুম্বন একে দিতে - যেমন ভাবে ঘুমন্ত শিশুকে তার মা দেয়। মাতৃ জঠরে শিশু যেমন যত্নে, মা যেমন তার সন্তানকে ভালবেসে আগলে রাখে, তারা যেন একে অপরকে ভালবেসে তেমনভাবেই আগলে রাখে। আমীন আমীন।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম