I have 2 daughters … both are girls :p :p

বড় মেয়ের সামনে, আমি, আমার হাতের একটা আঙ্গুল ফুটিয়েছি দেখে তার সে কি কান্না... ভেবেছে, বাবার আঙ্গুল ভেঙ্গে গেছে। বড় কন্যার কান্না দেখে ছোট কন্যাও হাত পা ছুড়ে কান্না শুরু করে দিয়েছে।

একটু পর পর তাদের কান্না থামছে...বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে আর আমি নতুন আরেকটা করে আঙ্গুল ফুটাচ্ছি... তারা আবার কান্না শুরু করছে

মাশাল্লাহ!

[NB: মূল লেখক Arif R Hossain ভাই। উনার ওয়েবসাইট  http://arifrhossain.com ডাউন। তাই আমি ওয়েব আর্কাইভ থেকে কপি করে এখানে পোষ্ট করেছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মও লেখাগুলা পড়তে পারে। Wednesday, 07 November 2012]

Pic: Collected

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম