পরকীয়া না স্ব-কীয়া। উগ্র নারীবাদীদের এখনি থামান

“পরকীয়া” মানে কি? পরের সাথে যে কীয়া? আরে ! আমি যদি কারো সাথে “কীয়া” করি, সে কি আর “পর” থাকে? তাহলে পরকীয়া হয় কেমনে? সে তো “স্বকীয়া”। প্রতিটা প্রেম, প্রতিটা সম্পর্কই তো বাস্তবতা। সম্পর্কে অতীত বলে তো কিছু নেই। যদি কোন সম্পর্কে জড়িয়ে যাও জীবনের যে কোন প্রান্তে, সে সম্পর্ক স্বীকার করে নেয়ার সাহস অর্জন করো, মেয়ে।
আপনি যদি উপরের লেখাটি ভাল-ভাবে পড়েন তাহলে বুঝতে পারবেনে এটা কোন সুস্থ্য মস্তিষ্কের মেয়ের লেখা নয়। এটা লিখেছে সাদিয়া নাসরিন নামের একটা উগ্র নারীবাদী মেয়ে।
সরকার জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে, ধরা পড়লে তাদের নামে মামলা হয়, তাদের কঠিন শাস্তি দেয়া হয়। কারণ, তারা দেশ ও দশের জন্য ক্ষতিকর। দেশের শান্তি-সম্প্রীতি-সদ্ভাব নষ্ট করে। তাদের জন্য জন-জীবনে শান্তির বিঘ্নতা ঘটে। তাই সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। তারা উগ্রবাদী।
কিন্ত প্রায় একই কাজ গুলা করে আমাদের সভ্য সমাজ থেকে বহিষ্কৃত কিছু উগ্র নারীবাদী। এরা নিজেদের উগ্র মতবাদের মাধ্যমে বাংলাদেশের কিশোরী ও তরুণীদের মধ্যে পুরুষ বিদ্বেষীতা ছড়াচ্ছে। পরকীয়ার মত একটা জঘন্য কাজকে বৈধ করার চেষ্টায় আছে। স্ত্রী'র মনে স্বামীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সুখী সংসার ভাঙ্গনের পায়তারায় লিপ্ত আছে।
WomenChapter সহ আরো কিছু ওয়েবসাইটে তাদের লেখা পড়লে আপনি আরো বুঝতে পারবেন, কিভাবে দেশের ভিতর অপ-সংস্কৃতি ঢুকিয়ে তারা দেশের শান্তি-সম্প্রীতি-সদ্ভাব নষ্ট করতেছে। এদের কথায় বিভ্রান্ত হয়ে অনেক মেয়ে তার স্বামীর সংসার ত্যাগ করতেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের বাচ্চাকে হত্যা পর্যন্ত করছে, নিজের স্বাধীনতার নামে অনেক মেয়ে মা-বাবার বিরুদ্ধে যাচ্ছে, মা-বাবার বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের মামলা করতেছে। এদের দেখা-দেখি অনেক মেয়ে নেশায় ডুবে যাচ্ছে।
এসব নারীবাদীদের সংসার বলতে কিছু নাই। তারা প্রচলিত বিবাহ, সংসারে বিশ্বাস করেনা, তারা বিশ্বাস করে অবাধ যৌন জীবনে। যেখানে কোন কিছুর হিসাব নেই। লেজকাটা শিয়ালের মত তাই তারা অন্য মেয়েরা সুখে সংসার করবে এটা চায়না। বাংলাদেশে সমকামীতার মত বিকৃত রুচির যৌন জীবনের প্রবক্তা এসব উগ্র ফেমিনিস্ট, আর এদের সাথে তাল মিলায় কিছু তথাকথিত নাস্তিক।
তাই সময় এখনি তাদের থামানো। সরকারের উচিত তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়া, যাতে তারা আর বিদ্বেষ ছড়াতে না পারে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এসব তথাকথিত লেখিকাদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় এখনি মামলা করা উচিৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম