১. আগে আপনি নিশ্চিত হইয়ে নেন যে আপনার Wamp Server এর Icon সবুজ হইয়েছে কি না । থাকুক বা না থাকুক আপনি ওটার উপর এক বার ক্লিক করে দেখে নিন যে ওটা Put online দেখাই নাকি Put offline দেখাই। যদি Put online দেখাই তাহলে ওটাতে ক্লিক করে online নে নেন এবং তার পরে আবার চেষ্টা করুন।
২. যদি আগে থেকে Server online থাকে তাহলে অর্থাৎ যদি Put offline দেখাই তাহলে Restart All Services এ ক্লিক করে ওটা Restart নিবে তার পরে আবার চালু না করে আপনার পিসিকে একবার Restart দিয়ে তার পরে আবার চেষ্টা করুন।
৩. Wamp Server এর আইকনে ক্লিক করে Apache এর উপড়ে mouse রাখেন তাহলে আপনি কইয়েকটা ফাইল দেখতে পারবেন তার ভিতরে একটা httpd.conf আছে ওটা ক্লিক করুন তার পরে লাইন নাম্বার ২৩১ এ দেখেন এমন লেখা আছে কি না । অথবা onlineoffline tag দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন
# onlineoffline tag - don't remove
Order Deny,Allow
Deny from all
Allow from 127.0.0.1
তার পরে ওখানে এগুলা দিয়ে রিপ্লেস (পরিবর্তন)
# onlineoffline tag - don't remove
Order Allow,Deny
Allow from all
আগের গুলা মুসে এগুলা ওখানে দিয়ে All Restart Service এ ক্লিক করে তার একটু পরে আবার চেষ্টা করুন
৫. সমস্যা যদি চলতেই থাকে তাহলে http://127.0.0.1/ এটা বা http://127.0.0.1/phpmyadmin/ এটা দিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে এক্সসেস করা যাই কিনা। অনেক সময় http://localhost/phpmyadmin/ এটা কাজ করে না।
৬. যদি এভাবে নাই হই তাহলে আপনি আপনার phpmyadmin.conf টা এডিট করতে হবে। আপনি প্রথমে c:\wamp\alias\phpmyadmin.conf তাকে নোটপ্যাড++ এতে ওপেন করেন তার পরে
<Directory "c:/wamp/apps/phpmyadmin3.5.1/">
|
|
| এখানে কিছু লিখা তাহকে এটা পুরা রিপ্লেস(পরিবর্তন) করেন
| নিচের কোড গুলা দ্বারা ।
|
</Directory>
এগুলা ওখানে পেস্ট করুন এবং আগের গুলা মুছে ফেলুন।
Options Indexes FollowSymLinks MultiViews
AllowOverride all
Order Deny,Allow
Allow from all
Allow from localhost
Allow from 127.0.0.1
___________
৭. Wamp Server এর আইকনে ক্লিক করে Apache এর উপড়ে mouse রাখেন তাহলে আপনি কইয়েকটা ফাইল দেখতে পারবেন তার ভিতরে একটা httpd.conf আছে ওটা ক্লিক করুন তার পরে লাইন ৪৬ এ যেই ৮০ দেওয়া আছে ওটা পরিবর্তন করে ৮৮৮৮ করে দেন তার পরে চেষ্টা করুন যদি হই তাহলে পানি অবশ্যই আপনার লোকালহোস্টের url এর ক্ষেত্রে http://localhost:8888/ এভাবে ব্যাবহার করতে হবে http://localhost দিলে আসবে না http://localhost:8888/ দিলেই আসবে। অর্থাৎ আপনি আপনি Wamp Server পোর্ট পরিবর্তন করেছেন। এটা না করে স্কাইপি অফ করলে বা স্কাইপির পোর্ট পরিবর্তন করলে হবে তবে কিছু ক্ষেত্রেও তাও সমস্যা করে তাই এটা একদম সেফ।
৮. যদি এতেও না হই তাহলে আপনি আপনার c://windows>system32>drivers>etc>hosts এই hosts ফাইলটা নোটপেড++ এ ওপেন করে ১৯-২১ লাইন এমন আসে কি না দেখে নিন।
# localhost name resolution is handled within DNS itself.
# 127.0.0.1 localhost
# ::1 localhost
যদি এখানে অন্য কোন রকম কিছু থাকে তাহলে এটা দ্বারা ঠিক করে এটার মত করে ফেলেন পরে আবার অয়াম্প রিস্টার্ট দিয়ে চেস্ট করে দেখেন।
৯. যদি এটা দ্বারা না হই তাহলে আপনি আপনার পিসি তে দেখেন যে Net frameWork and Microsoft Visual C++ ইন্সটল করা আছে না কি। না থাকলে এগুলা ইন্সটল করে তার পরে চেষ্টা করুন । যদিও এগুলা লাগবেই এমন না তবে এগুলার জন্যেও অনেক সময় সমস্যা হই। আর এটা যে কোন সার্ভারেই হতে পারে।
১০. আর যদি নাই হই তাহলে Wamp unstall করে PC Restart দিয়ে চেষ্টা করুন। আর এটা অপারেটিং এর জন্যে হই না তাই ওটা চেঞ্জ করে লাভ নাই। তবে অনেকেরই ইন্সটল এর সময় একটু সমস্যা হইয়ে থাকে পরের বার সেটা নাও হতে পারে।
--------- লেখাই ভুল যদি নাই হই দোষ আমার আর যদি হই তাহলে কার(হে) ---------
--------- বিনা কারনে এটা এডিট এর কাছেও আসবেন না
কারণ এখানে একটা ভুল পুরা চেষ্টাকে নষ্ট
করতে যথেষ্ট। আশা করি বুজতে পেরেছেন । কারও কাছে যদি এর থেকে ভাল ও অন্য কোন পদ্ধতি থেকে তাহকে অবশ্যই অবশ্যই
জানবেন। ধন্যবাদ --------