আমরা অনেকেয় FileZilla বা অন্য কোন FTP server ব্যবহার করি।আজকে আমি নোটপ্যাড++ এ কিভাবে ftp সুবিধা ব্যবহার করা যাই , এবং নোটপ্যাড থেকে সারভার এর ফাইল গুলোকে এডিট এবং সেভ করা যাই সেই ব্যাপারে লিখব।
প্রথমে নোটপ্যাড++ ওপেন করে Plugins এ ক্লিক করতে হবে এর পর Nppftp তে ক্লিক করলে Show NppFTP Window আসবে। এই খান থেকে ডান পাশে উপরে settings এ জেতে হবে,এরপর Profile settings গিয়ে আপনার সব ডাটা যেমন Host Name,Username দিতে হবে। এবং পাসওয়ার্ড এর যাইগাই Ask for password দিতে হবে। তাহলে connect এ ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে।
এখন আপনি কোন ফাইল যদি আপডেট করতে চান।তাহলে আপনি ওই ফাইল টাকে ডবল ক্লিক করলেয় ফাইল তা চলে আসবে আপনার নোটপ্যাড এ। এখন আপনি কোড এডিট করতে পারবেন। এবং যখন কাজ শেস।আপনি সুদু সেভ করলেয় আইতা অটোমেটিক সারভার এ উপলোড হয়ে যাবে.