আমাদের সাফল্যের পথে বাধা কোনটা

আশ্চার্য্যজনক হলেও সত্য যে আমরা আমাদের নিজেদের শত্রু নিজেরাই। আমাদের সকল উন্নতির মূলে প্রধান অন্তরায় আমরা নিজেরাই। আমরা জানি যে আমাদের মন দুইটা অংশে বিভক্ত- ১। সচেতন (কন্সাস মাইন্ড) ও ২। অবচেতন (সাব-কন্সাস মাইন্ড)

আমাদের সচেতন মন দিয়ে আমরা চাই যে আমাদের সবকিছুতে উন্নতি আসুক। এজন্য আমরা সময়ের সদ্ব্যবহার করব, ভালমত লেখা-পড়া করব, ইউটিউব-ফেসবুকে টাইম নষ্ট করব না, চাকুরীর প্ল্যান অনুযায়ী সিলেবাস সব শেষ করব ইত্যাদি ইত্যাদি। সচেতন মনের চাওয়া অনুযায়ী এসব করতে পারলে অবশ্যই আমাদের উন্নতি হত।

কিন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন কার্যক্রমের ৯৫% নিয়ন্ত্রিত হয় অবচেতন মন দ্বারাই। সচেতন মনে চাইলেও অবচেতন মন সাথে সাথে সেটা গ্রহণ করতে পারেনা। আমাদের অবচেতন মন যত সব অকেজো জিনিসে ভরপুর যেমন- অজুহাত, আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ার এডিকশন, সময় নষ্ট, নিষিদ্ধ জিনিসে আগ্রহ ইত্যাদি। এগুলা একদিনে তৈরী হয়না। তাই সচেতন মনে আপনি নিজের উন্নতির জন্য চাইলেও অবচেতন মনে সেটা হয়না। 

কিন্ত আশার কথা হল অবচেতন মনের রি-কন্সট্রাকশন (পুনঃনির্মান) সম্ভব। এজন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। রকমারীর প্রতিষ্ঠাতা সোহাগ ভাইয়ের ইউটিউবে (জিরো টু ইনফিনিটি) একটা ভিডিও আছে- Z2I Talks- The Secret Pattern of Successful Minds টাইটেল ইংরেজিতে কিন্ত ভাষা বাংলায়। ভিডিওটা দেখতে পারেন। জ্ঞানে পরিপূর্ণ অনেক ইফেক্টিভ একটা ভিডিও।

চেষ্টা না করলে বয়স ৪০ হলেও নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। কিন্ত চেষ্টা করলে ২০/২৫ এর মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সবার জন্য শুভ কামনা। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম