অধিক মানুষকে ও অজানা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ফেসবুক পছন্দ করেনা। অনেকে অচেনা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্ত তারা এক্সেপ্ট করেনা, এজন্য অনেকের আইডি মাঝে মাঝে ডিসেবল করে দেয় ও ভেরিফিকেশানে ফেলায়। এজন্য পাঠানো রিকোয়েস্টগুলো এক ক্লিকে ক্যান্সেল করে দেয়ার জন্য এই ট্রিক্সটি বের করেছি।
ফেসবুকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে একবারে ক্যান্সেল করে দিবেন?
ফেসবুকে যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তাদের অনেকেই ভাব ধরে বসে ছিল। তাই আজ তাদের সবাইকে পাঠানো রিকোয়েস্ট ক্যান্সেল করে দিছি। প্রায় ৪৫০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। কিন্ত সবাইকে ধরে ধরে রিকোয়েস্ট ক্যান্সেল করা অনেক ঝামেলা, বিরক্তিকর ও সময়সাপেক্ষ। তাই আমি একটা ট্রিক্স খাটিয়েছি।
আপনার ল্যপ্টপ থেকে প্রথমে এই লিংকে যেতে হবেঃ https://mobile.facebook.com/friends/center/requests/outgoing এটা ফেসবুকের মোবাইল ভার্সন ওপেন করবে যেখানে সবগুলা পাঠানো রিকোয়েস্ট দেখতে পাবেন। তারপর এই পেজে থাকা অবস্থায় ব্রাউজারে রাইট ক্লিক করে Inspect এ ক্লিক করুন। এরপর Console ট্যাবে গিয়ে নিচের কোড টুকু পেস্ট করে Enter দিন-
javascript:var inputs = document.getElementsByClassName('_54k8 _56bs _56bt');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
দেখবেন আপনার পাঠানো সব রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে গেছে।
টিপ্সঃ স্ক্রীপ্ট রান করার আগে স্ক্রোল করে সব পাঠানো রিকোয়েস্ট আগে ব্রাউজারে ডিসপ্লে করিয়ে নিন।
লাইফ, ফ্যাশন, হেলথ, প্রযুক্তি এসব বিষয়ে আড়ো লেখা পেতে আমার মূল ব্লগ সাইট SpoilCoconut ভিজিট করুন।
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। :)
