এক মাসের মধ্যেই বাংলাদেশে চালু হচ্ছে পেপাল
এরকম মুলা বাংলাদেশের পাবলিক অনেক দিন আগে থেকে দেখতেছে, কিন্ত এই নিউজটা কেমন যেন মনে ধরতেছে... :P
পেপালের অনলাইন পেমেন্টসেবা বিশ্বব্যাপী এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে রেমিট্যান্স ও ফ্রিল্যান্সারদের আয় সহজেই দেশে নিয়ে আসা যায়। এ ছাড়া অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেপাল চালুর জন্য দাবি জানিয়ে আসছিল দেশের ক্রেতারা। আগামী এক মাসের মধ্যেই দেশে আনুষ্ঠানিকভাবে পেপালের সেবা চালু করা সম্ভব হবে।
পেপাল চালুর ফলে দেশে ই-কমার্স খাতের সম্প্রসারণ আরো দ্রুততর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পেপাল হোল্ডিংস ইনকরপোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। ওই সময়ের পর বিশ্বের ১৯০টির বেশি দেশে ছড়িয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। বর্তমানে ৩০টির বেশি মুদ্রায় পেপালের অনলাইন পেমেন্টসেবা পাওয়া যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে অবশেষে দেশে অনলাইন পেমেন্টসেবা পেপালের কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে সোনালী ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকটিকে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে গত ১৯ মার্চ। এর মাধ্যমে দেশে পেপালের কার্যক্রম শুরু নিয়ে দীর্ঘ দিনের জটিলতা দূর হলো। অনুমোদনের ফলে মাসখানেকের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পেপালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি শাখা থেকে গত রোববার পেপাল চালুর এ অনুমোদন দেয়া হয়। সেবাটির সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি দিক চূড়ান্ত করবে সোনালী ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। সফটওয়্যারের উন্নয়ন ও সমন্বয়ের জন্য পেপালের সাথে কাজ করবে ব্যাংকটি। এরপর অর্থ লেনদেনের জন্য একটি অ্যাকাউন্ট খুলবে সোনালী ব্যাংক। এসব প্রক্রিয়া শেষেই চালু হবে সেবাটি। সব মিলে এক মাসের মধ্যেই দেশে আনুষ্ঠানিকভাবে পেপালের সেবা চালু করা সম্ভব হবে। এ বিষয়ে এরই মধ্যে পেপালের সাথে প্রাথমিক আলোচনা সেরে রেখেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।
পাশাপাশি পেপালও বাংলাদেশে কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করে দেখেছে। কার্যক্রম শুরুর জন্য শুধু কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন রেমিট্যান্স শাখার অনুমোদন পাওয়ার পর সেবাটি চালুতে এখন আর কোনো বাধা নেই।
এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বাংলাদেশে পেপালের সেবা চালুর বিষয়ে প্রতিষ্ঠানটির সাথে বৈঠকে সরকারের নীতি ও নিয়ন্ত্রক সংস্থার অবস্থান বিস্তারিত তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের ফলে দেশে শিগগিরই সেবাটি চালু করা সম্ভব হবে।
Writer: #ThemePackNet
