কে কে মাছ ধরেছেন গ্রামের পুকুরে?
তবে জেনে রাখুন , আপনি যেখানেই পোর্টফোলিও করুন - সেখানে যেন আপনার কন্টাক্ট ইনফরমেশন না থাকে। এই লিঙ্ক কভার লেটার এ ব্যাবহার করলে আপনার সমস্যা হতে পারেন ওডেস্ক। এটা পলিসি ভায়োলেশন।
--------------------------------------------------------------------
আচ্ছা বলেন তো টোপ ছাড়া মাছ ধরা যায়? বড়শি ফেলে বসে রইলেন, আর ওদিকে বড়শির মাথায় নাই টোপ - ক্লায়েন্ট ধরবেন কিভাবে? টোপ টা কি??? পোর্টফলিও। খুবই লোভনীয়।
কভার লেটার এ ইতিহাস চায় না ক্লায়েনট...চায় দেখতে সে কেমন কাজের কাজী। বুঝিয়ে দিন একটা মাত্র লিঙ্ক দিয়ে। লিঙ্ক এ ক্লিক করা মাত্র আপনি মাছ ধরে ফেলেছেন, জাস্ট টেনে তুলুন...তবে হে, আগডুম বাগডুম পোর্টফলিও র কথা বলছি না, বলছি সাজানো গোছানো ছিমছাম - দুর্দান্ত একটা প্রফেশনাল পোর্টফলিওর কথা।
কি কি দিতে পারেন?
Project এর নাম দিন।
কাজের ছবি দিন।
আপনার কাজ বর্ণনা করুন Point wise.
oDesk এ যে ফিডব্যাক পেয়েছেন, তার URL দিন।
কাজের ending time দিন।
আরো দিতে পারেন - আপনার কাজের রেট, বোনাস, ফিডব্যাক কমেন্টস।
তো কিভাবে করবেন, আর কভার লেটার এ তা দেবেন?
আপনি কোন একটা জায়গায় আপনার কাজ গুলো সাজিয়ে রাখুন। নিজের একটা ওয়েব সাইট হলে তো খুব ই ভালো।না হলে ব্লগ হতে পারে। এটা একদম ফ্রি। না হলে অন্তত কোন একটা ফাইল শেয়ারিং সাইট এ। তবে মনে রাখবেন, ওখানে যেন কোন আপনার কন্টাক্ট ইনফ/ইমেইল ইত্যাদি না থাকে। এটা ওডেস্কের policy violation.
ব্লগ তৈরি করা অনেক সহজ। এই যে দেখুন এখানে। ৫ মিনিট লাগবে আপনার -http://www.youtube.com/watch?v=JXiJ6jY3qB4 এটা একদম ফ্রি।
এছাড়াও আপনি এখানেও করতে পারেন - http://www.viewbook.com/tour/
৩০ দিন ফ্রি।
এছাড়া অনলাইনে বেশ কিছু সাইট আছে যেখানে পোর্ট ফোলিও রাখা যায়। আপনাকে ওয়েব সাইট বানাতে হবে না। এখানে রাখতে পারেন।
পোর্টফলিও আপলোড করার সাইট
মাছ ধরুন পোর্টফলিও দিয়ে - বুঝলেন তো?
ধন্যবাদ।
